📌 SMM কী?
SMM হলো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন ইত্যাদি প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্র্যান্ড বা ব্যবসার মার্কেটিং করা।
💼 SMM ক্যারিয়ার অপশনস
-
Social Media Manager
-
সোশ্যাল মিডিয়াতে কনটেন্ট প্ল্যান ও পরিচালনা করা।
-
-
Content Creator
-
ছবি, ভিডিও, পোস্ট তৈরি করা যা ইউজারদের আকর্ষণ করে।
-
-
Community Manager
-
ফলোয়ারদের সঙ্গে যোগাযোগ রাখা, প্রশ্নের উত্তর দেওয়া।
-
-
Paid Ads Specialist
-
ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন চালানো।
-
-
Influencer Marketing Manager
-
ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কাজ করে প্রোমোশন করা।
-
🎯 SMM ক্যারিয়ারের সুবিধা
-
ক্রিয়েটিভ কাজের সুযোগ
-
ভালো বেতন ও ফ্রিল্যান্সিং সম্ভাবনা
-
বিশ্বব্যাপী চাকরির সুযোগ
-
বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা
🚀 কিভাবে শুরু করবেন?
-
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ভাল করে শেখো
-
কনটেন্ট তৈরি ও এডিটিং শিখো
-
ছোটখাটো প্রোজেক্টে কাজ শুরু করো
-
অনলাইন কোর্স করে দক্ষতা বাড়াও
-
ইন্টার্নশিপ বা ফ্রিল্যান্সিং শুরু করো
